আটরা হলেন- জনি বেপারী (২২), মো. শাহীন (২৩) ও মিন্টু (২৫)।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র্যাব-১০ এর (সিপিসি-১) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রেরর তিন সদস্যকে আটক করা হয়েছে।
আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলীসহ আশপাশ এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান ব্যারের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমএমআই/ওএইচ/