বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিনজন হলেন- শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার আবু মুসার ছেলে মো. হাবিব শেখ (২৯), উলিপুরপাড়া এলাকার রজক আলীর ছেলে মো. খলিল ফকির (৩৭) ও পশ্চিম দত্তপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম মোহন।
বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মোট ৮০ পিস ইয়াবা, চারটি মোবাইল, ছয়টি সিম এবং নগদ দুই হাজার একশ’ টাকাসহ তাদের তিনজনকে আটক করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
কেইউএ/এফএম