তারা বলেছেন, উন্নয়ন কাজের কথা বলে সিসিকের ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ ও প্রতিবন্ধী ভাতা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করা আবেদনে তাদের সই নেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রেরিত ‘সিলেট সিটি করপোরেশনের মেয়রের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ’ শীর্ষক অভিযোগ পত্রের সঙ্গে নিম্নস্বাক্ষরকারী কাউন্সিলররা সংশ্লিষ্ট বা অবহিত নই।
তারা দাবি করেছেন, তাদের সই অন্যায়ভাবে একটি অভিযোগপত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
তারা সিটি করপোরেশনের উন্নয়নে মেয়রের নেতৃত্বে কাজ করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এই ১০ কাউন্সিলর হলেন- সিসিকের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৩ নম্বর ওয়ার্ডের শান্তনু তত্ত্ব সনতু,সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের মাসুদা সুলতানা, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের নাজনীন আক্তার কনা, সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের রেবেকা আক্তার লাকি, ১২ নম্বর ওয়ার্ডের সিকন্দর আলী, ১৯ নম্বর ওয়ার্ডের এস এম শওকত আমীন, ২১ নম্বর ওয়ার্ডের আব্দুর রকিব তুহিন, ৯ নম্বর ওয়ার্ডের মখলিছুর রহমান কামরান ও ২৪ নম্বর ওয়ার্ডের সোহেল আহমদ রিপন।
মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগ এনে সিসিকের ২২ কাউন্সিলর বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেন। সিলেট সিটি করপোরেশনের ২২ কাউন্সিলর এতে সই করেন। সেখানে উপরোক্ত ১০ জন কাউন্সিলরেরও সই রয়েছে।
বুধবার (০৪ মার্চ) বাংলানিউজে সংবাদ প্রকাশের পর অভিযোগ পত্রে সংশ্লিষ্টতা অস্বীকার করে ১০ জন কাউন্সিলর বিবৃতি দেন।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এনইউ/এইচএডি/