ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর: গাজীপুরে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এ উদ্বোধন করেন।

ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০।
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।