ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
সাভারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক 

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার।

ডাকাতরা হলো- কেরানীগঞ্জ থানা তারানগড় ইউনিয়নের কলমাচর গ্রামের নাজিম আবুল হোসেন (৩০), একই গ্রামের মহিউদ্দিন (৪৫), জামালপুর সদরের গবরগাইল গ্রামের জব্বার আলীর ছেলে রাজু (৩০), মাদারীপুরের সিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বয়াতিকান্দি গ্রামের জালাল মাদবর (৫০), একই থানার আলী বেপারপী গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ (৩৫), সিকদার বাড়ি ইউনিয়নের সোবাহান সিকদারের ছেলে রাসেল সিকদার (২৮), মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার নিমতলা ইউনিয়নের আবুল হোসেন ফকির (৪০), ঢাকার আশুলিয়া থানার আনারকলি বস্তির আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জের সাটুরিয়া থানার দশবাড়ী গ্রামের চন্দ্র মনি দাস (৪৫), একই জেলার ঘিওর থানার চর ঘিওর গ্রামের আইয়ুব আলী (৪৪)।

ওসি মোহাম্মদ আবুল বাসার বাংলানিউজকে জানান, বুধবার (০৪ মার্চ) দিনগত রাতে হেমায়েতপুরের হিরুলিয়া তালতলা এলাকায় একটি পিকআপভ্যান নিয়ে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে একদল ডাকাত- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেসময় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে গৃহ ডাকাতি, রাস্তা ঘাটে ডাকাতি ও পিকআপ ভ্যান ব্যবহার করে গরু চুরি করার কথা স্বীকার করেছে আটকরা। আটকরা পেশাদার আন্তঃজেলার ডাকাত দলের সয়ংক্রিয় সদস্য। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।