ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ঢামেকে হাজতির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মোহাম্মদ আলী (২১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) অসুস্থ হয়ে পরলে আসামি মোহাম্মদ আলীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে কর্তব্যরত িচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, মোহাম্মদ আলীর বাবার নাম মনছুর আলী। তবে, তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।