ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা গণহত্যার যথাযথ বিচার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
রোহিঙ্গা গণহত্যার যথাযথ বিচার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ

ঢাকা: মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) অন্তর্বর্তীকালীন যে আদেশ ও নির্দেশনা দিয়েছে, তা মনিটরিং করতে দেশটিতে আইসিজের টিম পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত 'পোস্ট ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ভার্ডিক্ট: জাস্টিস ফর রোহিঙ্গা' শীর্ষক সেমিনারে বক্তারা এ পরামর্শ দেন।  

বক্তারা বলেন, গণহত্যার যাতে যথাযথ বিচার হয়, সেটি নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এরকম কোনো গণহত্যা না ঘটে, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।  

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পেয়াম একহাভান বলেন, মিয়ানমারে যেটা ঘটেছে সেটি গণহত্যা। দেশটির সেনাবাহিনী এ গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিক আদালত এরই মধ্যে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, সেটার যথাযথ বাস্তবায়ন মিয়ানমারকে অবশ্যই করতে হবে। মানবতার স্বার্থে এ বিচার তরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে।  

তিনি বলেন, মিয়ানমার যাতে গণহত্যার আলামত নষ্ট করতে না পারে, সেজন্য চাপে রাখতে হবে।  

সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন আন্তর্জাতিক আইনজীবী অ্যান্ড্রো লয়েস্টিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের পরিচালক অধ্যাপক তাওফিক এম হক ও আইন বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ প্রমুখ। সেমিনারে বিশিষ্টজন ও শিক্ষার্থীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।