ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চালককে হত্যায় উত্তপ্ত গুইমারা: আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
মোটরসাইকেল চালককে হত্যায় উত্তপ্ত গুইমারা: আটক ২

খাগড়াছড়ি: এক মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির গুইমারা উপজেলা। এ ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টায় মোটরসাইকেল চালক আকিব উদ্দিন (১৮) হত্যার ঘটনায় গুইমারার জালিয়া পাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এসময় তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় গুইমারা-লক্ষ্মীছড়ি সীমান্তের আকবাড়ী এলাকা থেকে আকিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকিব গুইমারা উপজেলার কালাপানি এলাকার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (০৩ মার্চ) রাতে মোটরসাইকেল চালক আকিব উদ্দিন ভাড়া পেয়ে ঘর থেকে বের হন। এরপর তার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। পরে পুলিশের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার সকালে আকিবের মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে।

আটক দু’জনের একজনের নাম সাচিং মারমা (২২) জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

এদিকে এ ঘটনায় পুলিশের অবহেলাকে দায়ী করছেন নিহত আকিবের পরিবার। বাবা ইকবাল হোসেন জানান, আকিব নিখোঁজ হওয়ার পর পরই তারা পুলিশকে লিখিতভাবে পুলিশকে তা জানাতে গেলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা কানে তুলেননি। পরে ৯৯৯ নাম্বারে ফোন করার পর রাত ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে নিহত আকিবের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।