এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সার্কিট হাউজ মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের উপস্থিতিতে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এতে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দিনব্যাপী থাকছে অনুষ্ঠানমালা। এর আগে ১৬ মার্চ দিনগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজি উৎসবের আয়োজন করা হবে।
দেশের খ্যাতনামা সহ-স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চলবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা। এছাড়া থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএস/আরবি/