বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১০ বছরে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ ড. এ.এসএম দেলওয়ার হোসেন।
এর আগে, মন্ত্রী চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এনটি