বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।
ওসি বোরহান উদ্দিন জানান, গ্রেফতার হাবিব লেফটেন্যান্ট কর্নেল পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
তিনি বলেন, প্রতারক হাবিব নিয়োগের নামে নিয়োগ সংক্রান্ত ক্ষুদে বার্তা পাঠাতেন। চাকরি দেওয়ার কথা বলে তিনি দেশের বিভিন্ন এলাকার শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
পিএম/আরবি/