বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়েছে। এসময় উচ্ছেদ করা হয় ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন দোকান ও শতাধিক টং দোকান।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, নিরাপদ ও সুন্দর ফুটপাত আমাদের সবার একটি অধিকারের মতো। আমরা সবাই আমাদের শহরের ফুটপাতগুলো খোলামেলা দেখতে চাই। তাই এ অভিযানে ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টং দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এইচএমএস/এইচএডি/