গ্রেফতাররা হলেন- মো. খলিল উদ্দিন (২২) ও বেলাল হোসেন (২৮)।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানান ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. নাজমুল হক।
তিনি বলেন, চক্রটি সবশেষ ঠাকুরগাঁও জেলার বিজ্ঞ দায়রা জজ আদালতের আদেশ জাল করে একজন আসামিকে জামিনে মুক্তি করান। এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রথমে খলিল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একই এলাকা থেকে গ্রেফতার করা হয় বেলাল হোসেনকে।
ডিবির এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতাররা আদালতের আদেশ জালিয়াতির মাধ্যমে নকল আদেশ প্রস্তুত করে আসামিদের জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। বিনিময়ে আসামির স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
পিএম/এএ