ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

তামাকের মূল্য ও কর বাড়ানো নিয়ে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
তামাকের মূল্য ও কর বাড়ানো নিয়ে আলোচনা

ঢাকা: তামাক নিয়ন্ত্রণে মূল্য ও কর বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে সংসদীয় কমিটির বৈঠকে। জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান বৈঠকে অংশ নেন।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জনপ্রশাসনের শুদ্ধাচার, নীতি ও চর্চা নিশ্চিতকরণের পদক্ষেপ ও সার্বিক তামাক নিয়ন্ত্রণে তামাকের প্রকৃত মূল্য ও কর বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি দেওয়ার জন্য এনটাইটেলমেন্টের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে সুপারিশ করা হয়।

বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে শিগগিরই সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতির কথা বলা হয়েছে।

এছাড়া জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শুদ্ধাচার এর ব্যাপক প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।