ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ভুরুঙ্গামারীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাকু মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

লাকু মিয়া পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের পনির উদ্দিনের ছেলে। দুই সন্তানের জনক।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে অভিযুক্ত লাকু মিয়াকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, প্রায় দু’মাস ধরে কৌশলে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসছে প্রতিবেশী লাকু মিয়া।  এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শারীরিকভাবে কিছু লক্ষণ ফুটে উঠে। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ইশারা-ইঙ্গিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধর্ষণের ঘটনা এবং ধর্ষক শনাক্ত হয়।  

তিনি আরও জানান, এ অবস্থায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাকু মিয়াকে আসামি করে বুধবার (৪ মার্চ) দিনগত রাতে মামলা দায়ের করেন। এর পর অভিযান চালিয়ে অভিযুক্ত লাকু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।