বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে কাশেমপুর-নরশিংহপুর সড়কের দেওয়ানবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন বগুড়া জেলার গাবতলী থানার কদমতলি গ্রামের মোহম্মদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, দুপুরে কাশেমপুরে অবস্থিত ডিবিএল ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন। পরে ইন্টারভিউ শেষে কাশেমপুর-নরশিংহপুর সড়ক দিয়ে ফের যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআরএস