ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে ঢামেক’র বিভিন্ন কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে ঢামেক’র বিভিন্ন কর্মসূচি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে হাসপাতালে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা ক্ষণগণনার দুটি ইলেক্ট্রিক বিলবোর্ড লাগিয়েছি।

বিলবোর্ডে লেখা আছে- মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ। বিলবোর্ড ছাড়াও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর দিন রোগীদের জন্য একগুচ্ছ নতুন সেবার ঘোষণা দেওয়া হবে।  

এদিকে বৃহস্পতিবার ঢামেকের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) শাখা হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড ও বহির্বিভাগসহ সব বিভাগের নার্স স্টেশনে উপহার হিসেবে মুজিববর্ষের লোগোখচিত শো-পিস (কলমদানি) বিতরণ করেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের তত্ত্বাবধানে এসব উপহার বিতরণ করা হয়।  

এদিন বেলা সাড়ে ১০টায় উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।  

এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন, ডা. মো. আলাউদ্দিন আল আজাদ, সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহার বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় মহাসচিব (বিএনএ) মো. জামাল উদ্দিন বাদশা, স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢামেক শাখার নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইসমত আরা পারভিন বিএনএর এ উদ্যোগকে স্বাগত জানান।  

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, সর্বস্তরে মুজিববর্ষ পালনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এই স্মৃতিচারণমূলক কর্মসূচি হাতে নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বিএনএ-ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ জন্য বিএনএর সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

আগামীতে বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার নার্স নিয়োগে সরকারি অনুমোদনের বিষয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন ডাইমেনশনের মধ্যে এই নিয়োগ একটি। এতে কর্মসংস্থান হবে। বিভিন্ন হাসপাতালের মান ও সেবা বৃদ্ধি পাবে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক স্বপন বলেছেন নার্সদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের জন্য হাসপাতালে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।  

এ প্রসঙ্গে বিএনএ-ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি বলেন, ইতোমধ্যে  ১৫ হাজার নার্স নিয়োগের অনুমদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বাংলাএশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০ 
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।