বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার জিনজিরা তলার মিন্টু খন্দকারের ছেলে রাসেল ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে হান্নান।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শিয়ালডাঙ্গী থেকে দৌলতদিয়াগামী একটি লোকাল বাসে তল্লাশি করা হয়। এসময় দুইটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআরএস