ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারীর ভূমি অধিকার ও কৃষিতে অংশগ্রহণ বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
নারীর ভূমি অধিকার ও কৃষিতে অংশগ্রহণ বিষয়ক সেমিনার

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে ‘নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ ও নারীর সার্বিক নিরাপত্তা’ বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

সেমিনারে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে আলোচনা করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, বিশিষ্ট কবি ও সাংবাদিক সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান এবং লেখক ও গবেষক পাভেল পার্থ।

প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি।

আলোচকরা বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে যেখানে নারীর সম-অধিকার এবং নারীর ক্ষমতায়নের বিষয়টি অগ্রাধিকারের সঙ্গে বিবেচিত, সেখানে ভূমি তথা পারিবারিক সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় পদক্ষেপ আশাব্যঞ্জক নয়।

তারা বলেন, নারীরা কৃষির সঙ্গে সম্পৃক্ত হয়ে পরিবারের খাদ্যের যোগান থেকে শুরু করে দেশের খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় অবদান রাখছেন। অথচ নারীরা এখনো কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। এছাড়া ভূমির মালিকানায় নারীর সীমিত প্রবেশাধিকার থাকলেও বাজার ব্যবস্থায় তা নেই বললেই চলে। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও তাদের সম-অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি।

এ সময় তারা নারীর উন্নয়নে বিভিন্ন আইনের সংস্কার ও প্রায়োগিক দিক, প্রশাসনিক ও বিচারিক দিক, প্রচলিত প্রথা ও বিধি বিধান এবং জনগণ ও উন্নয়ন সংগঠনের জন্য বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।