বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি বদিউর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী সোহেল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ইএইডি’র কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আল্লামা রাজী, হকার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ফয়েজউল্লাহ, ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক মোদীর আগমন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার জন্য হুমকি। ভারতের জনগণ ইতোমধ্যে দাঙ্গাবাজ মোদীর বিরুদ্ধে গণআন্দোলন সংগঠিত করছে।
বক্তারা আরও বলেন, দিল্লি, শাহীনবাগে গণআন্দোলন ঠেকাতে মোদী সরকার, বিজেপি, আরএসএস নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ ও সেখানকার মুসলমান জনগোষ্ঠীকে উচ্ছেদের নীল নকশা করছে। সম্প্রতি দিল্লিতে দাঙ্গায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। যখন ভারতজুড়েই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন চলছে, সে সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার বাংলাদেশে আগমন এ দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ মানুষ মেনে নেবে না।
নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন প্রত্যাখ্যান ও তা প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
আরকেআর/এইচজে