ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাস: শুক্রবার সব মসজিদে দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
করোনা ভাইরাস: শুক্রবার সব মসজিদে দোয়া

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।  

এ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।