ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুর সামাদ নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মো. সুমনের ছেলে।

আহতরা হলেন অটোরিকশাচালকসহ দু’জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ অভিমুখী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শিশু সামাদের মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ দু’জন। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।