বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামাদ সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মো. সুমনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ অভিমুখী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শিশু সামাদের মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ দু’জন। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসআর/আরবি/