বৃহস্পতিবার (০৫ মার্চ) বরিশাল পুলিশ লাইনের ড্রিল শেডে নগরের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধে হোটেল মালিক ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় সভাপতির বক্তব্যে তাদের এ সতর্ক বার্তা দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, এটিই শেষ সুযোগ।
সবধরনের অবৈধ, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, মানব কল্যাণে অন্যতম মৌলিক চাহিদা আশ্রয় দান, যেখানে মুসাফির এসে আশ্রয় নিতে পারে। ভালো নিয়তে জনগণকে সেবা দেওয়া এমন ব্যবসা যেমন লাভের, তেমনি তা পূণ্যের। আর নিয়ত যদি খারাপ হয়, তবে আপনার এ ব্যবসা আপনাকে পরকালে নরকের পাশাপাশি সামাজিকভাবে ঘৃণ্য জীবন উপহার দিবে।
বিএমপি কমিশনার বলেন, যদি কেউ সীমালঙ্ঘন করেন তবে তার ব্যবসার লাইসেন্স বাতিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ছাড়াও বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএস/এবি