বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নগর খানপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে নিহত রিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শহিদুল ইসলাম রংপুর পীরগঞ্জ থানার উল্লাগাড়ি এলাকার বাসিন্দা রহিজুদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল মান্নান জানান, অজ্ঞাত কিছু ব্যক্তি তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, চাষাঢ়া থেকে নবীগঞ্জ ঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের পেছনের চাকায় রিকশা ঢুকিয়ে দিলে রিকশা চালক ছিটকে পড়ে যায়। পরে কাভার্ড ভ্যান চালক ও স্থানীয়রা উদ্ধার করে তাকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এবি