ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ব্যবহার বন্ধ করলে কমবে বাল্যবিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ব্যবহার বন্ধ করলে কমবে বাল্যবিয়ে

বরিশাল: বাল্যবিয়ে বন্ধ করতে হলে সামাজিক ও পারিবারিকভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি স্কুল-কলেজে পড়ুয়া বা অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি পরিবারের সদস্যদের ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে এ বিষয়ে নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করতে হবে। তবেই আশা করা যায়, কিছুটা হলেও বাল্যবিয়ে কমবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলাভিত্তিক প্ল্যাটফর্ম গঠনের জন্য জেলার গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত গোলটেবিল সভায় এমনই অভিমত ব্যক্ত করেছেন আলোচকরা।  

‘নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের কোন ক্ষমা নেই’ এ স্লোগানকে সামনে রেখে স্থানীয় সিসিডিবির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিয়ে রেজিস্ট্রার, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিওকর্মী, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।  উন্নয়ন সংস্থা ইউএসএইডর অর্থায়নে স্বেচ্ছাসেবী সংস্থা আভাস, রূপান্তর ও যশোর রাইটস্ এ সভার আয়োজন করে।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের নেওয়া কর্মসূচির মতো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুশীল সমাজের নেতাদের একযোগে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামের প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে একাধিকবার এলাকাবাসীকে নিয়ে সচেতনতামূলক সভা করতে হবে। ওইসব সভায় বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করতে হবে।

আভাসের প্রজেক্ট অফিসার নার্গিস পারভীন মুক্তা ও স্বেচ্ছাসেবী এনজিও এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. বাদশা ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. তুহিন হোসেন, অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, মাইনরিটি রাইটস্ ফোরামের উপজেলা সভাপতি সুদীপ্ত অধিকারী, রূপান্তরের প্রকল্প কর্মকর্তা অসীম আনন্দ দাস, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।