বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লারবি সৌজন্য সাক্ষাতে গেলে এ বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
ইহসানুল করিম বলেন, সাক্ষাতকালে বাংলাদেশ-আলেজেরিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন শেখ হাসিনা ও রাবাহ লারবি।
আলজেরিয়া সবসময়ই বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সমর্থন করে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা আলজিয়ার্সের সঙ্গে একত্রে কাজ করবে। সারাদেশে শিল্পায়নের লক্ষ্যে বর্তমান সরকারের একশ'টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথাও জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম সম্মেলন ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে দেশ সফরের বিষয়টিও স্মরণ করেন। এছাড়া ১৯৮৪ সালে তার আফ্রো-এশিয়ান সলিডারিটি কনফারেন্সে যোগদানের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
সাক্ষাৎকালে আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ একদিন উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি ন্যাম সম্মেলনে যোগদান ও বিশ্ব নেতাদের সঙ্গে জাতির পিতার বেশ কিছু ছবির অ্যালবামও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী প্রফেসর পায়াম আখাভান গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমইউএম/এইচজে