বৃহস্পতিবার (০৫ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার এবং বিএসএফ এর সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে সমন্বয় সম্মেলনে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলনের প্রথম দিন সন্ধ্যায় যশোরের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি-বিএসএফ কর্মকর্তারা জানান,
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা শূন্যের কোঠায় নামানো ছাড়াও অস্ত্র-গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ, উভয় দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গ, সীমান্তে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ এর সমন্বিত টহল বৃদ্ধি, উভয় বাহিনীর মধ্যে পারষ্পরিক আস্থা বৃদ্ধিতে সেমিনার-ওয়ার্কশপের আয়োজন করা প্রসঙ্গে ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবি কর্মকর্তারা বলেন, সম্মেলনে সীমান্তে হত্যার বিষয়টি ছিল প্রধান এজেন্ডা। এ ধরনের হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামবে বলে বিএসএফ কর্মকর্তারা আমাদের শতভাগ আশ্বাস দিয়েছেন, এতে আমরা আশাবাদী। আগামী ৬, ৭ ও ৮ মার্চ পর্যন্ত উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা শেষে স্বাক্ষর শেষ করে ৮ মার্চ ভারতীয় প্রতিনিধিদল ফিরে যাবেন।
সম্মেলনে বিজিবি যশোর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো. জালাল গনি খাঁন, রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক মো. কায়সার হাসান মালেক, রংপুর সেক্টর কমান্ডের সহকারী মহাপরিচালক আবু জাহিদ সিদ্দিকী, খুলনা সেক্টর কমান্ডার মো. আরশাদুজাজামান খাঁন, যশোর রিজিয়নের সহকারী মহাপরিচালক মো. আমিরুল ইসলাম, দিনাজপুর সেক্টর কমান্ডের সহকারী মহাপরিচালক মো. জহিরুল হক খাঁন, কুষ্টিয়া সেক্টর কমান্ডের সহকারী মহাপরিচালক জিয়া শাহদাৎ খাঁন, রাজশাহী সেক্টর কমান্ডের সহকারী মহাপরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ, রংপুর সেক্টর কমান্ডের সহকারী মহাপরিচালক আলিমুল করিম চৌধুরী, রংপুর রিজিয়নের পরিচালক মো. তৌফিক আহম্মেদ চৌধুরী, যশোর রিজিয়নের স্টাফ অফিসার (পরিচালক) খন্দকার সাইফুল আলম, বিজিবি হেডকোয়ার্টারের স্টাফ অফিসার (অতিরিক্ত পরিচালক) মো. তারেক মাহমুদ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের উপ-সচিব নজরুল ইসলাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (সাউথ এশিয়া-১) মো. রহমত আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন অংশগ্রহণ করেন।
এছাড়াও বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী যোগেশ বাহাদুর কুরানিয়া'র নেতৃত্বে নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার আইজি, নর্থ বেঙ্গল ডিআইজি রাজিব রঞ্জন শর্মা, সাউথ বেঙ্গলের স্টাফ অফিসার রবি রঞ্জন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে খুলনা ভারতীয় উপ দূতাবাসের কর্মকর্তা রাজেশ কুমার রায়না ছাড়াও সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফ অফিসারসহ ৮ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ইউজি/আরএ