ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারকে সহায়তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারকে সহায়তা 

বরিশাল: বরিশালে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের নবগ্রাম রোডস্থ নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা ও টিন তুলে দেন তিনি।

২৯টি পরিবারের প্রতিটিকে ঘর নির্মাণের জন্য দুই বান করে টিন, নগদ ১০ হাজার টাকা অারও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সম্প্রতি নগরের বটতলা, শহরতলীর শোলনা ও টুঙ্গিবাড়িয়া এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহায়তার জন্য স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রী এ সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।