ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
গাজীপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় নাঈম সরকার (১৯)  নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মো. মুন্না নামে ওই কলেজের আরও এক ছাত্র আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে।

নাঈম সরকার গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভূরুলিয়া এলাকার লোকমান সরকারের ছেলে।

তিনি স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) ২য় বর্ষের ছাত্র। আহত মুন্নার বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডাবাজার এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভূরুলিয়া এলাকায় কলেজের পাশে বসে আড্ডা দিচ্ছিল চতুর্থ সেমিস্টারের ছাত্র মো. মুন্না ও তার এক বান্ধবী। এসময় সেখানে স্থানীয় তিন যুবক যায়। একপর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ড হয়। পরে মুন্না তাকে সাহায্যের জন্য বন্ধু নাইমকে ডেকে নেয়। নাইম ঘটনাস্থলে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ওই তিন যুবক। এসময় গুরুতর আহত হন নাইম ও তার বন্ধু মুন্না। পরে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় জড়িত থাকায় ইমন নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। জড়িতদের চিহ্নত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।