বৃহস্পতিবার (০৫মার্চ) রাতে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (০৪ মার্চ) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ০২টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
রাজধানীর চকবাজারের দ্বেবীদাস ঘাট গলি এলাকায় কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করার অপরাধে এক জনকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
র্যাব জানায়, এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় দুই কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নকল ও ভেজাল প্রসাধনীর ১০টি গোডাউন সিলগালা করা হয়। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশি-বিদেশি নামিদামি ব্রান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী বাজারজাত করে আসছিল। আটক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমএমআই/আরএ