ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন শুক্রবার

সিরাজগঞ্জ: প্রথমবারের মতো সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৯তম কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার (৬ মার্চ) শুরু হবে। সম্মেলনকে ঘিরে তাই শহরজুড়ে সাংস্কৃতিক কর্মীদের মাঝে সাজ সাজ রব শুরু হয়েছে। 

সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী জানান, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দেশব্যাপী রবীন্দ্রনাথের বিশাল কর্মযজ্ঞ নিয়ে কাজ করে যাচ্ছে। এ সংগঠনটি প্রতি বছর কেন্দ্রীয় সম্মেলন করে থাকে৷ এ বছর প্রথমবারের মত আয়োজকের দায়িত্ব পেয়েছে সিরাজগঞ্জ।

ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ইত্যাদি।  

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ, শেখ কামাল মিলনায়তন, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ী মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলায় ৮৪ শাখার শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।