ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বজ্রপাতে ২ পাথর শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
সিলেটে বজ্রপাতে ২ পাথর শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটে বজ্রপাতে নুর মিয়া (৩৫) ও ময়না মিয়া (৩৬) নামে দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) দিনগত রাত ৩টায় জেলার গোয়াইনঘাট রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল এলাকার পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহত নুর মিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও ময়না মিয়া একই এলাকার ইসরাইল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দিনগত রাত ৩টার দিকে তারা দু’জনে পাথর উত্তোলনে কোয়ারিতে যায়। ভারি বর্ষণের মাঝেও পাথর তোলার সময় বজ্রপাতে তাদের দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।