শুক্রবার (৬ মার্চ) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে উপজলার খড়িবাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজলার পূর্ব নাগদাহ গ্রামের আবু হাসান (৫২), মধ্য নাগদাহ গ্রামের আব্দুল ছালাম (৪১), নওদাবস গ্রামের দীপু চন্দ্র রায় (৩১), একই গ্রামের আজিজুল হক (৩৫), চর বড়লই গ্রামের মোজাম্মল হক (২৫), নজর মামুদ গ্রামের ভোলা সরদার (৪৩) ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজলার সানাই খামার গ্রামের সোহেল রানা (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খড়িবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে আবু হাসান শতাধিক সেদ্ধ ডিম ও কলসের মধ্য গুটি নিয়ে খড়িবাড়ী বাজারে জুয়া খেলা শুরু করে। পাঁচ টাকার একটি গুটি, যদি লাইগা যায় তাহলে পাওয়া যাবে দু’টি সেদ্ধ ডিম। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সাত জুয়ারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে কাঠের গুটিসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এফইএস/আরবি/