ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি স্থায়ী করার দাবিতে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
চাকরি স্থায়ী করার দাবিতে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি চাকরি স্থায়ী করার দাবিতে অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে পঞ্চম দিনের মতো সকাল-সন্ধ্যা অবস্থান করছেন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) ঐক্য পরিষদ।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এসময় বক্তারা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস ধরে বিনা বেতনে পড়ালেও চাকরি স্থায়ী করা হয়নি।

তারা বলেন, ২০১৫ সাল থেকে তিন বছর মেয়াদে আকর্ষণীয় বেতনে নিজ জেলার সর্বোচ্চ মেধাবীদের সেকায়েপ প্রকল্পের অধীনে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঁচ হাজার দুশ’ জন অতিরিক্ত বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার পাশাপাশি প্রকল্প শেষে চাকরি স্থায়ী করার কথা উল্লেখ করা হয়। কিন্তু এখন স্থায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না।

তারা জানান, এসিটি ম্যানুয়েল ৩৬ ধারায় ও এসিটি সফল কমপোনেন্ট হিসেবে বিনাশর্তে পরবর্তী প্রোগ্রামে স্থানান্তরের কথাও বলা হয়। কিন্তু পরে তার কোনোটাই রক্ষা করা হয়নি।

সংগঠনের সভাপতি রুহুল আমিন বলেন, অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ী করা, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেওয়া হোক। আমাদের দাবি না মানলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম ও অন্য অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
পিএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।