সড়ক দুর্ঘটনা কেড়ে নিল হবু বরসহ নয়টি তাজা প্রাণ।
নিহত নয়জনের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, নিহতদের পরিবারের সদস্যরা মোবাইলফোনে পুলিশকে জানিয়েছেন তারা ইমনের সঙ্গে বিয়ের জন্য ঠিক করা মেয়েকে আংটি পরাতে সুনামগঞ্জের দিরাইয়ে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা থেকে নিহতদের স্বজনরা নবীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তারা এলেই মরদেহ হস্তান্তর করা হবে।
শুক্রবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী অর্থাৎ, ১২ জন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ আটজন নিহত হন। আহত হন আরও চারজন। পরবর্তী সময়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক নারীর।
** নবীগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নারীসহ নিহত ৮
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসআরএস/এএ