ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
রাজধানীতে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা 

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর বাণিজ্যমেলা মাঠে নিজের গায়ে আগুন দিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।

শুক্রবার (৬ মার্চ) এ বিষয়ে কথা হয় শেরে বাংলা নগর থানার (এসআই) নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে বাণিজ্যমেলা মাঠে গায়ে আগুন অবস্থায় ওই যুবক দৌড়াদৌড়ি করতে থাকেন এবং বলতে থাকেন বাঁচাও বাঁচাও।

এ দৃশ্য দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টার আগেই ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসআই জানান, নিহত যুবকের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি। আগুনে পুড়ে তার সারা শরীর কালো হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নিজেই গায়ে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।  

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।