শুক্রবার (৬ মার্চ) এ বিষয়ে কথা হয় শেরে বাংলা নগর থানার (এসআই) নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে বাণিজ্যমেলা মাঠে গায়ে আগুন অবস্থায় ওই যুবক দৌড়াদৌড়ি করতে থাকেন এবং বলতে থাকেন বাঁচাও বাঁচাও।
এসআই জানান, নিহত যুবকের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি। আগুনে পুড়ে তার সারা শরীর কালো হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, নিজেই গায়ে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এজেডএস/আরবি/