ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

করোনা আক্রান্তদের দ্রুত আলাদা করার অনুরোধ চীনা দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
করোনা আক্রান্তদের দ্রুত আলাদা করার অনুরোধ চীনা দূতাবাসের চীনের পতাকা

ঢাকা: করোনা ভাইরাসে নিশ্চিত ও সন্দেহযুক্ত আক্রান্তদের এবং আক্রান্তদের সঙ্গে নিবিড় যোগাযোগ হওয়া ব্যক্তিদের দ্রুত আলাদা করার অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

রোববার (০৮ মার্চ) তিনি নিজের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় এ অনুরোধ করেন তিনি। পাশাপাশি তিনি করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন।

রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের করোনা ভাইরাস সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৮ , ২০২০
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।