রোববার (৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের অতিথি বিশ্রামাগারে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল কিয়স্কের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করেছিলেন।
পরিবেশ মন্ত্রী জানান, তার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রমের স্থির এবং ভিডিওচিত্রও এ কিয়স্কে মুজিববর্ষব্যাপী প্রদর্শিত হবে। বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে ‘সুরক্ষিত গাছ নির্মল বায়ু, বৃদ্ধি পাবে মোদের আয়ু; ‘সবাই মিলে লাগাই বৃক্ষ, মুজিববর্ষে শতলক্ষ’ এবং ‘জীববৈচিত্র্য সংরক্ষণ করি, ধরিত্রী রক্ষা করি' ইত্যাদি স্লোগান অফিস চলাকালীন প্রদর্শন করা হবে।
মন্ত্রী জানান, এ কিয়স্কের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে তার মন্ত্রণালয়ের বাস্তবায়িতব্য কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়ে আগতরা জানতে পারবেন।
এসময় অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, যুগ্ম-সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুল, উপ-সচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
জিসিজি/এএ