ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দেশে কোনো গৃহহীন থাকবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
দেশে কোনো গৃহহীন থাকবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা: আগামীতে বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না। প্রত্যেক দরিদ্র গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

তিনি বলেন, যাদের ঘর করার জমি নেই, তাদের জন্য সরকার জমির ব্যবস্থা করে সেখানেই ঘর নির্মাণ করে দেবে। মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি গ্রামের একটি দরিদ্র পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে।

রোববার (০৮ মার্চ) ঢাকায় চকবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘অগ্নিকাণ্ড  ও ভূমিকম্পে করণীয়’ বিষয়ে আয়োজিত মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে ৬০ লাখ ঘর তৈরি করে দেওয়া হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলে দেশে আর কোনো গৃহহীন থাকবে না বলে আমরা আশা করি। এছাড়াও সারাদেশে যেসব ভবন ভূমিকম্প ঝুঁকিতে আছে সেগুলো ভূমিকম্প সহনীয় করতে কাজ করা হবে। এ লক্ষ্যে জাপান সরকারের সহযোগিতা নেওয়া হবে এবং ভবিষ্যতে ভূমিকম্প সহনীয় ভবন ও অবকাঠামো নির্মাণে আমাদের দেশের স্থপতি ও প্রকৌশলীদের জাপানে  প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আগে থেকে প্রস্তুতির বিকল্প নেই। প্রস্তুতি থাকলে যেকোনো দুর্যোগে ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তাই সারাদেশে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয় দেশের মানুষকে সচেতন করতে মহড়ার আয়োজন করা হয়েছে।

এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে এক হাজার সাতশ কোটি টাকার উদ্ধার সরঞ্জাম ক্রয় করা হবে। এসব সরঞ্জামের মধ্যে হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।