ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পাবনা: পাবনায় সড়ক দুর্ঘটনায় সজিব প্রামানিক (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোববার (০৮ মার্চ) বিকেলে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুস্পড়া এলাকার আব্দুল বারী প্রামানিকের ছেলে।

তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার পদে চাকরি করতেন বলে জানা গেছে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সজিব মোটরসাইকেল নিয়ে পাবনায় যাচ্ছিলে। তিনি জালালপুর এলাকায় পৌঁছেলে পাবনা থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।