রোববার (০৮ মার্চ) স্টার প্লাস কমিউনিকেশন আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষে 'বিশেষ নারী সম্মাননা ২০২০' অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, নারীর এগিয়ে যাওয়া নিয়ে পুরুষরা যত কথাই বলুক নিজেদেরই জায়গা করে নিতে হবে।
পুরুষদের উদ্দেশে তিনি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে এমন পুরুষের সংখ্যা কম নয়। আজ থেকে আপনারা (পুরুষ) মনে করুন যে নারী পুরুষ উভয় সমান। তাহলে নারীরা কোনোভাবে দুর্বল থাকবে না। তাহলে সবাই সমানতালে দেশকে এগিয়ে নিতে পারব। গড়ে উঠবে উন্নত বাংলাদেশ।
স্টার প্লাস কমিউনিকেশনের উপদেষ্টা ব্যারিস্টার সাবিনা ইয়াসমিন ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আলহেরি, ওমান অ্যাম্বাসির হেড সব মিশন তায়িব সালিম আব্দুল্লাহ আল আওয়ালি, স্টার প্লাস কমিউনিকেশনের পরিচালক নাজমুল খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে পাঁচজন নারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তারা হলেন- অভিনয়ে ববিতা, সংগীতে সাবিনা ইয়াসমিন, সমাজসেবায় প্রীতি চক্রবর্তী, বীমা শিল্পে ফারজানা চৌধুরী, বৈমানিক ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ, নৃত্যে মুনমুন আহমেদ ও সংবাদ পাঠে নিশাত মুনির লিজা।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ইএআর/নিউজ ডেস্ক