রোববার (০৮ মার্চ) রাত পৌনে দশটার দিকে উপজেলার অদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বাংলানিউজকে এ তথ্য জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটি পালনের জন্য মোটরসাইকেলযোগে দর্শনার দিকে দিকে যাচ্ছিলেন এসআই মিল্টন সরকার। এ সময় ওদুদ শাহ কলেজের নিকট পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলযোগে থানা থেকে বের হয় মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। তার কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছায়। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এইচএডি/