তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই।
রোববার (০৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য ছড়িয়ে পড়লে জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে দুপুরে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আরও পড়ুন>> দেশে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন: আইইডিসিআর
সরকারের এই প্রতিষ্ঠানটি বলছে, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।
জানা গেছে, আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন নারায়ণগঞ্জে বসবাস করেন। কিছুদিন পূর্বে ইতালি থেকে দেশে ফেরেন তারা। পরে জ্বর অনুভব করলে তারা একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখান থেকে চিকিৎসকরা রাজধানীতে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করেন। পরে দফায় দফায় তাদের দুইজনসহ পরিবার স্বজনদের পরীক্ষা নিরীক্ষা করা হয়।
আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যারা আক্রান্ত হয়েছেন তাদের দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন। তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১০০টিরও বেশি দেশে। বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
এইচএডি/