রোববার (০৮ মার্চ) এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজিববর্ষের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
আরও পড়ুন>> সীমিত হলো মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন, আসছেন না বিদেশিরা
তিনি বলেন, প্যারেড স্কয়ারের প্রোগ্রামে আমাদের দেশি-বিদেশি অনেক অতিথি আসার কথা ছিল।
তার এ বক্তব্যের পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন>> দেশে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন: আইইডিসিআর
ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষের অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আগামীকাল (০৯ মার্চ) জানানো হবে।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসেকেবি/এইচএডি/