ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশিদের আসা অনিশ্চিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশিদের আসা অনিশ্চিত

ঢাকা: দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অনুষ্ঠানে বিদেশি অতিথিরা আসবেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

রোববার (০৮ মার্চ) এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজিববর্ষের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আরও পড়ুন>> সীমিত হলো মুজিববর্ষের উদ্বোধনী আয়োজন, আসছেন না বিদেশিরা

তিনি বলেন, প্যারেড স্কয়ারের প্রোগ্রামে আমাদের দেশি-বিদেশি অনেক অতিথি আসার কথা ছিল।

সেভাবেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমাদের বন্ধু রাষ্ট্র থেকে অতিথি আসার কথা। আমরা যেহেতু বর্তমান সময়ের কারণে এটি করছি না অনেক অতিথি সেখানে অংশগ্রহণ করবেন না।

তার এ বক্তব্যের পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন>> দেশে করোনা ভাইরাস আক্রান্ত ৩ জন: আইইডিসিআর

ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষের অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আগামীকাল (০৯ মার্চ) জানানো হবে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এসেকেবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।