ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চিকিৎসাধীন প্রবাসী জাকারিয়া করোনামুক্ত!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
সিলেটে চিকিৎসাধীন প্রবাসী জাকারিয়া করোনামুক্ত!

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবাসী জাকারিয়াকে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন।

রোববার (০৮ মার্চ) বিকেলে শহীদ শামসুদ্দীন হাসপাতালে প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

দুবাই ফেরত জাকারিয়া শহীদ শামসুদ্দীন হাসপাতালে খোলা আইস্যুলেসনে চিকিৎসাধীন।

প্রেস ব্রিফিংয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বলেন, জাকারিয়া বিভিন্ন সময় দেশে ও প্রবাসে রক্তপরীক্ষা করিয়েছে। চিকিৎসা গ্রহণ করেছেন। তার ফুসফুস অনেকাংশে কার্যকারিতা হারিয়েছে। যে কারণে কাশি, সর্দি ও জ্বর বেড়ে যায়।

জাকারিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, তার শরীরিক অবস্থা আগে থেকেই খারাপ। ফুসফুসে ইনেফেকশন রয়েছে। এ জন্য তার ঘন ঘন জ্বর, সর্দি, কাশি হয়।

ব্রিফিংয়ে আরও বলা হয়, জাকারিয়া গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন। এরপর সিলেটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করেও কোনো ফল পাননি। ফলে নিজের সন্দেহ থেকে বুধবার (৪ মার্চ) সিলেট ওসমানী হাসাপাতালে এসে ভর্তি হলে তাকে দ্রুত শহীদ শামসুদ্দীন হাসপাতালে পাঠানো হয়। এরপর গত বৃহস্পতিবার (৫ মার্চ) তার রক্তের সেম্পল সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর- এ পরীক্ষার জন্য পাঠানো হয়।

ডা. শিশির রঞ্জন বলেন, শনিবার (০৭ মার্চ) রাতেই রক্ত পরীক্ষার রিপোর্ট থেকে নিশ্চিত হই জাকারিয়া করোনাভাইরাস আক্রান্ত নন। রোববার (০৮ মার্চ) সকালে সেই রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছায়। করোনা আক্রান্ত না হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।

ব্রিফিয়ের সময় আরও উপস্স্থিত ছিলেন- ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়, ও শহীদ শামসুদ্দীন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

এর আগে করোনা ভাইরাস মোকাবিলায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ৮ শয্যার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনইউ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।