রোববার (০৮ মার্চ) বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয়ে রিহ্যাবের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন সংস্থাটির প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।
চেক হস্তান্তর অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন আঞ্জুমান মুফিদুল ইসলামের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির ট্রাস্টি ও ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেস্টা এম হাফিজ উদ্দিন খান রিহ্যাব নেতাদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
আরকেআর/এইচএডি