ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও থেকে ৮০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
ঠাকুরগাঁও থেকে ৮০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও থেকে ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের ভাঙা কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।

রোববার (০৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের টুপলি পুকুর থেকে কষ্টিপাথরের এ মূর্তিটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ গিয়ে মূর্তিটি নিজেদের হেফাজতে নেয়।

জানা যায়, মাছ ধরার সময় জেলেদের জালে কষ্টিপাথরের মূর্তিটি উঠে আসে। খবরটি ছড়িয়ে পড়ার পর মূর্তিটি দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম তানু মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে কষ্টিপাথরের মূর্তিটি সরকারি হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।