সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলার কাকডাঙ্গা সরদার পাড়ার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতা রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত সোনা সরদার ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে। এছাড়া আটক রিপনও ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীর উল গিয়াস বাংলানিউজকে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া রিপনকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি