রোববার (০৮ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট এলাকার সুমায়া হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মিয়া ঢাকা ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে চেকপোস্টের সুমাইয়া হোটেলে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে সবুজ নামে এক যুবকের আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে করে নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলোদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এনটি