ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেশববপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
কেশববপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

যশোর: যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় হান্নান মোল্যা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত হান্নান মোল্যা কেশবপুরের মজিদপুর ইউনিয়নের দেউলি গ্রামের নিছার মোল্লার ছেলে। আর আহত শহিদুল ইসলাম সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌর এলাকার মধ্যকূল তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, কেশবপুর পৌর এলাকার মধ্যকূলের ওই পাম্পে পেট্রোল নিতে যাওয়ার সময় যশোর থেকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হান্নান নামে ওই যুবক নিহত হন। আহত হন মোটরসাইকেল শহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলানিউজকে জানান, হতাহতরা কেশবপুর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের একটি অংশ নিয়ে পাম্পে পেট্রোল নিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। পরে উপ-নির্বাচনের প্রার্থী শাহীন চাকলাদার দুর্ঘটনা এলাকায় গিয়ে হতাহতদের দেখভাল করেন, আহত শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।